Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১-৫ বছর বয়সী শিশুদের স্বাস্থ্য সেবা
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মমারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

১। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

২। মা ও শিশু  কল্যাণ কেন্দ্র

৩। ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ  কেন্দ্র

৪।কমিউনিটি ক্লিনিক

5। মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক

6।MFSTC

7।MCHTI

8।বেসরকারি সংস্থা

১। মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি)

২। সহকারী সার্জন,

৩। মেডিকেল অফিসার ক্লিনিক

৪।সাকমো

৫।পরিবার কল্যাণ পরিদর্শিকা

৬। CHCP

৭। পরিবার কল্যাণ সহকারী

 

১। এম সি এইচ এফপি ইউনিট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স

২। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি

৩। মা ও শিশু কল্যাণ কেন্দ্র

৪। স্যাটেলাইট ক্লিনিক

৫। কমিউনিটি ক্লিনিক

৬। বাড়িতে,

7। মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক

8। MFSTC

9। MCHTI

৩০ মিনিট থেকে ১ ঘণ্টা

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সেবা গ্রহীতা/ শিশুর অভিভাবক শিশুকে সেবা প্রদান কেন্দ্রে নিয়ে আসার পর রেজিস্ট্রেশন করা হয়। অভিভারকের সাথে আলাপ করে শিশুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়া হয়।  প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অত:পর উপযুক্তপরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

১ থেকে ৫ বছর বয়সী সকল শিশু সেবা প্রাপ্তির অধিকার রাখে

প্রয়োজনীয় কাগজপত্র

পূর্বের চিকিৎসা বা স্বাস্থ্য পরিচর্যার কাগজপত্র ক্ষেত্রবিশেষে গুরুত্বপূর্ন

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

 

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২

২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

পরিবার কল্যাণ পরিদর্শিকাও পরিবার কল্যাণ সহকারীর  ক্ষেত্রেযথাক্রমে মেডিকেল অফিসার  এম সি এইচ (এফ পি)/ উপজেলা পঃ পঃ অফিসার এর কাছে অন্যন্য ক্ষেত্রে উপ-পরিচালক/ সহকারী পরিচালক (সি সি)।বেসরকারিসংস্থা, মেডিক্যালকলেজহাসপাতালওজাতীয়পর্যায়েরসেবা কেন্দ্রেরক্ষেত্রেকেন্দ্র প্রধান।

 

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

 

)নাগরিক পর্যায়

১।হালনাগাদএবংযথাযথতথ্যপ্রদান করতে নাপারা

২।কোথায়কিসেবাকখনপাওয়াযাবেসেসম্পর্কেনাজানা

৩।সচেতনতারঅভাব

 

)সরকারি পর্যায়

১।কর্মীর স্বল্পতা

২। গনমাধ্যমে প্রচার প্রচারণা যথেষ্ঠ নয়

৩। স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে  যথাযথভাবে সংযুক্ত করতে না পারা

 

বিবিধ/অন্যান্য